Ad Code

Responsive Advertisement

ইংল্যান্ডে সাব্বিরের তাণ্ডব করলেন ১৫২ রান

 ইংল্যান্ডে সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরি!



দেশের মাটিতে নয়, এবার ইংল্যান্ডে ক্রিকেট মাঠে ঝলক দেখালেন টাইগার ব্যাটার সাব্বির রহমান। থেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে উক্সব্রিজ ক্রিকেট ক্লাব এর হয়ে খেলতে নেমে ৯৬ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি!


💥 সাব্বিরের এই ঝড়ো ইনিংসে ছিল ১২টি চারের সঙ্গে ৯টি বিশাল ছক্কা, যা দেখে দর্শকেরা মুগ্ধ হয়ে গেছেন। তার এই অনবদ্য পারফরম্যান্সে দল তুলে ফেলে ৩৪৮ রানের বিশাল স্কোর।


🧢 সাব্বিরের সঙ্গে ওপেনার আমান কাদরিও করেছেন সেঞ্চুরি, যা দলকে আরও শক্ত ভিত গড়ে দেয়।


🎯 জবাবে ব্যাট করতে নেমে আমেরশাম ক্রিকেট ক্লাব কোনোভাবেই দাঁড়াতে পারেনি উক্সব্রিজের বোলারদের সামনে। শেষ পর্যন্ত ২১৭ রানেই অলআউট হয়ে যায় তারা।


🏆 ম্যাচ শেষে সাব্বির রহমান নিজের ফেসবুক পেজে স্কোরকার্ড শেয়ার করে লেখেন:

"আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে দোয়ায় রাখবেন।"


🇧🇩 সাব্বিরের এমন পারফরম্যান্স শুধু তার দলকেই নয়, দেশের গর্বকেও নতুন করে জাগিয়ে তোলে। আশা করি, সামনে আরও এমন ইনিংস উপহার দেবেন তিনি।


#SabbirRahman #CricketNews #BangladeshCricket #UKLeague #CenturyHero

Post a Comment

0 Comments